Apan Desh | আপন দেশ

মাদক সেবনে বৈষম্যবিরোধী ছাত্রনেত্রী বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২১:১৪, ১৭ মে ২০২৫

আপডেট: ২১:২৩, ১৭ মে ২০২৫

মাদক সেবনে বৈষম্যবিরোধী ছাত্রনেত্রী বহিষ্কার

মাদক সেবন করছে ফাতেমা খানম লিজা।

মাদক সেবন করায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর’ কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়েছে। তার কিছু ছবি ও ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে মাদক গ্রহণ করতে দেখা গেছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন নগর কমিটির আহবায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন।

গত কয়েক সপ্তাহ ধরে ফাতেমা খানম লিজার মাদকসেবন ও তার অশালীন কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেটজগতে ওঠে সমালোচনার ঝড়। বিব্রতকর অবস্থায় পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের নেতারা লিজাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

বেশ কিছু ভিডিও ক্লিপ ও ছবিতে দেখা যায়, ফাতেমা খানম লিজা কোনোটিতে মাদকসেবন করছেন। কোনোটিতে আবার তাকে অশালীন অবস্থায় দেখা যায়। এছাড়া তার কিছু আপত্তিকর কথোপকথন শোনা যায়।

আদেশে বলা হয়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর’ কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের ওপর দাঁড়ানো এ প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্রের দায়িত্ব পালনকালীন ফাতেমা খানম লিজার কিছু ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা তৈরি হয় বিভিন্ন মহলে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়