Apan Desh | আপন দেশ

‘আমরা আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না’

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ১১ মে ২০২৫

আপডেট: ২০:১২, ১১ মে ২০২৫

‘আমরা আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না’

ছবি: আপন দেশ

বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদী কায়েম হতে দেবে না। আমরা আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না। বলেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রোববার (১১ মে) বিকেলে জামায়াতের সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পাবনার সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তিনি বলেন, যারাই ফ্যাসিবাদের সঙ্গে দস্তি পাকাবেন, বন্ধুত্ব করবেন। যা কিছু করবেন না কেন, আপনাদেরকেও একই কাতারে দেখবে দেশের মানুষ।

আরওপড়ুন<<>>অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা সেলিমুজ্জামান

মাওলানা রফিকুল ইসলাম বলেন, অনেকেই যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতি হবে না। যেনতেন নির্বাচন হতে দেয়া হবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। তার আগে সকল গণহত্যার বিচার করতে হবে। সকল গণহত্যাকারীদের ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। 
যুদ্ধাপরাধের বিচারের নামে যাদের হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল কর্মকর্তা, স্বাক্ষী, বিচারপতিদের বিচার করতে হবে বলেও জানান মাওলানা রফিকুল।

মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী, মাওলানা আব্দুস সোবহানের ছেলে নেসার আহমেদ নান্নু, মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর, আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুর গাফফার খান, কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল বাসেত খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রমুখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়