Apan Desh | আপন দেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা সেলিমুজ্জামান

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩৩, ১১ মে ২০২৫

আপডেট: ১৯:৪৬, ১১ মে ২০২৫

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা সেলিমুজ্জামান

ছবি: আপন দেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

রোববার (১১ মে) বিকেলে উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে এ সহায়তা দেয়া হয়। এছাড়া মহারাজপুর ইউনিয়নে ভ্যানচালক হাসমতের ছেলের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেয়া হয়।

আরওপড়ুন<<>>নিরবে আলো ছড়ায় ‘জীবন তরী’ ভাসমান হাসপাতাল

সেলিমুজ্জামান সেলিমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন মুকসুদপুর পৌর বিএনপির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির, মো. নাসিম কাজি, রবিউল ইসলাম মুন্সী, মো. আলী, মো. হিরু মিয়া, বদিরুজ্জামান খান বিল্টু, মোর্তজা মুন্সী, চিন্তা হরণ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক হাওলাদার, নিয়ামূল ইসলাম মনির, হেদায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, বাবু ননী গোপাল, সাংবাদিক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সহ-সভাপতি মো. রুস্তম মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ম সম্পাদক মোস্তফা গাজী, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন ও মহারাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিমেল খন্দকার প্রমুখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়