
ছবি: আপন দেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৭০) গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরওপড়ুন<<>>রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি
পুলিশ জানায়, গোলাম মোর্তুজা আজ সকালে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে দর্শনা থানার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।
ওসি শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে থানা হেফাজতে রয়েছেন তিনি। আইনি প্রক্রিয়া শেষে ওই আওয়ামী লীগ নেতাকে আদালতে সোপর্দ করা হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।