
ছবি: আপন দেশ
দেশের তিন জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে আরও ১২ জন। শুক্রবার (১৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনখর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন জানান, বাসাবাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিলো। ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। মরদেহ উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
ময়মনসিংহ: জেলার ভালুকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভালুকা- গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আজগর আলীর ছেলে মো. লাল মিয়া (৩২) ও ৪ নম্বর ওয়ার্ডের সুরজত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে একটি মাইক্রোবাস নন্দিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। এরপর বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রোকেয়া বেগম মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ওসি সামছুল হুদা খান জানান, সিএনজি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরওপড়ুন<<>>গহনা কিনতে সন্তান বিক্রি করল মা
সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়।
নিহতরা হলেন- পাবনার আমিনপুর থানার রহিনাথপুর এলাকার মতিউর রহমানের ছেলে মাইক্রোবাসচালক মনছুর আলম বাবলু (৪০) ও একই এলাকার জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। এ সময় সুমন কুমার দাস (৪২) নামে আরও এক যাত্রী।
অন্যদিকে আজ সকালে উল্লাপাড়ার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ব্রহ্মকপালিয়া এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রাউফ বলেন, নবগ্রাম রেলওয়ে ওভারপাসের নিচের সড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে নেয়ার পর ২ জন মারা গেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া শুক্রবার সকালে একই উপজেলার ব্রহ্মকপালিয়া এলাকায় আরেকটি দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।