
ছবি: আপন দেশ
পটুয়াখালীর দুমকী উপজেলায় বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও সহস্রাধিক গাছ উপরে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া গাছ উপরে পড়ে দুজন আহত হয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার রাজাখালী ও চরবয়ড়া এলাকার উপর দিয়ে আকস্মিক বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর দুইটার দিকে ঝড় শুরু হলে দুমকী বগা বাউফল মহাসড়কে রাজাখালী ফার্মগেট এলাকার পশ্চিম পাশে গাছের নিচে একটি মাহিন্দ্রা যাত্রীসহ আশ্রয় নেয়। ঝড়ের তাণ্ডবে একটি বড় রেইনট্রি গাছ উপরে পড়ে যাত্রীসহ মাহিন্দ্রা গাড়িটিকে চাপা দেয়। এতে বাউফলগামি একজন যাত্রীসহ ড্রাইভার হানিফ হাওলাদার (৩৫) আটকা পড়ে।
আরওপড়ুন<<>>মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজছাত্রের আত্মহত্যা
পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় সড়কের উপর পড়ে থাকা গাছটি সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।
দুমকী থানার ওসি মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় সড়কের উপর থেকে গাছ সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।