Apan Desh | আপন দেশ

বরিশালের এডিসি ৪ দিন ধরে নিখোঁজ 

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৭, ১৩ মার্চ ২০২৫

বরিশালের এডিসি ৪ দিন ধরে নিখোঁজ 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি রাশেদুল ইসলাম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ নেই চার দিন ধরে।  জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি রাশেদুল। ধারণা করা হচ্ছে- মামলায় গ্রেফতার এড়াতে গা-ঢাকা দিয়েছেন তিনি।

জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এডিসি রাশেদ। রোববার (৯ মার্চ) বেলা ২টার দিকে নগরীর শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদ। এরপর থেকেই এডিসি রাশেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। সে ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি এডিসি রাশেদ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার শরফুদ্দিন আহমেদ জানান, এডিসি রাশেদ গত চার দিন অফিসে আসছেন না। এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, গত চারদিন তার কোনো খোঁজ নেই। বিষয়টি আমি পুলিশ হেডকোয়ার্টারে জানিয়েছি। এছাড়া এডিসি রাশেদের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থানের ঘটনায় ঢাকার রামপুরা থানায় মামলা রয়েছে। সেটা তিনি নিখোঁজ হওয়ার পরে জেনেছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়