 
										ছবি: আপন দেশ
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় আটক ছয়টি ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। বৃহস্পতিবার (০৬ মার্চ) বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার (০৫ মার্চ) দুপুরে ছয়টি ট্রলারে ৫৬ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। ভুলবশত তারা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে নৌবাহিনী তাদের আটক করে। ১৫ ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়। বৃহস্পতিবার সকালে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফিরে আসেন। তবে ট্রলারে থাকা সব মাছ মিয়ানমার নৌবাহিনী নিয়ে নিয়েছে।
আরও পড়ুন>>>ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ট্রলার মালিকদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, জেলেরা সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে মাছ ধরছিলেন। একপর্যায়ে ছয়টি ট্রলার ভুল করে মিয়ানমারের জলসীমায় চলে গেলে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। পরে কূটনৈতিক আলোচনার মাধ্যমে মুক্তি দেয়া হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































