Apan Desh | আপন দেশ

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা হালিমা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা হালিমা

হালিমা তুস সাদিয়া

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছেন হালিমা তুস সাদিয়া। টানা চতুর্থবার প্রথম স্থান দখলকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এবার প্রথম স্থান অধিকার করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী। সাদিয়া তার বিভাগে অনার্স ও মাস্টার্সের ফলাফলেও প্রথম স্থান অর্জন করেছেন।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী হালিমা তুস সাদিয়া বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ। প্রথমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করলো বলে জানান তিনি।
 
অধ্যাপক সরদার কায়সার আহমেদ বলেন, অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছে। আমাদের বিভাগে সংকটের মাঝেও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেছনে ফেলে প্রথম হয়েছেন। এ কৃতিত্ব শিক্ষার্থীর নিজের।  
তিনি আরও বলেন, প্রতিবছর আমাদের বিভাগ থেকে জুডিশিয়াল পরীক্ষায় উত্তীর্ণ হয়।

হালিমা তুস সাদিয়া বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের রহমান কবির ও নাসিমা আক্তার দম্পত্তির মেয়ে। হালিমা ২০১৫ সালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে  বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে উত্তীর্ণ হন। তিনি এসএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। এইচএসসি পাস করে ভর্তি হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।

সফলতার বিষয়ে হালিমা তুস সাদিয়া সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, আল্লাহর রহমতে আমি ১৭তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। আমার সফলতার পেছনে পরিবারের অবদান সব থেকে বেশি। বাবা-মা’র অনুপ্রেরণা ও বিভাগের শিক্ষকদের দিকনির্দেশনা আমি আজ এ পর্যায়ে এসেছি। পাশাপাশি সহপাঠী ও আত্মীয়-স্বজন সবার দোয়া ও ভালোবাসা তার এ অর্জন বলে জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা