Apan Desh | আপন দেশ

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:১২, ১৪ জানুয়ারি ২০২৫

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

ফাইল ছবি

নববিবাহিত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা খাতুন (১৯) নারায়ণজোল গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। তিন মাস আগে তার বিয়ে হয়েছিল মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে আমিরুল ইসলামের (২৩) সঙ্গে।

বিয়ের পর থেকেই আমিরুল তার শ্বশুরবাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনার জন্য খাদিজার ওপর চাপ সৃষ্টি করছিল। তবে খাদিজা এ দাবিতে রাজি না হওয়ায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত আমিরুল।

মঙ্গলবার গভীর রাতে আমিরুল প্রথমে লাঠি দিয়ে খাদিজার মাথায় আঘাত করে। খাদিজা মাটিতে পড়ে গেলে আমিরুল বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে। হত্যার পর ঘাতক স্বামী এক প্রকার মানসিক ভারসাম্যহীন আচরণ শুরু করে।

সকালে আমিরুল তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে ঘরের মধ্যে আটকে রাখে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিরুলকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত সিরিয়ায় আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা বায়ুদূষণে ‘বিশ্বসেরা’ শহর ঢাকা বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জেনে নিন বাজারদর শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ‘ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়’