Apan Desh | আপন দেশ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৩, ৮ অক্টোবর ২০২৪

পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

গাইবান্ধায় বিলের পানিতে ডুবে রাব্বি মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কুমারগাড়ি গ্রামের কুমারগাড়ি বিলে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি মিয়া ওই গ্রামের মুনসুর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে রাব্বির মা রহিমা বেগম বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। এসময় শিশু রাব্বিও মায়ের অজান্তে পেছনে যায়। কিছুক্ষণ পর তার মা বাড়িতে ফিরে রাব্বিকে খুঁজতে থাকেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের পানি থেকে শিশু রাব্বির মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঘাগোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাদশা মিয়া। তিনি জানান, বিলের পানিতে প্রতি বছর শাপলা ফোটে। এর আগেও শিশু রাব্বি কয়েকবার বিলে যাওয়ার চেষ্টা করে। সোমবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে শিশু রাব্বি বিলের পানিতে ডুবে যায়। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়