Apan Desh | আপন দেশ

সাভারে মৃত ব্যক্তির নামে বাস পোড়ানোর মামলা

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৫, ২৯ জুলাই ২০২৪

আপডেট: ১২:৩৪, ২৯ জুলাই ২০২৪

সাভারে মৃত ব্যক্তির নামে বাস পোড়ানোর মামলা

ছবি: আপন দেশ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার সাভারে সহিংসতার মামলায় আসামি করা হয়েছে এক মৃত ব্যক্তিকে। এ ভুলকে ‘প্রিন্টিং মিসটেক’ বলছে পুলিশ। মামলার বাদি জানান, কাউকে চেনেন না তিনি। বাস মালিকের কথায় থানায় গিয়ে তিনি শুধু স্বাক্ষর করেছেন।

মৃত ওই ব্যক্তির নাম আজগর আলী। বাবার নাম আফছার উদ্দিন। তিনি আশুলিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত ২০২২ সালের ১১ ডিসেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাতে আন্দোলনকারীরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় চারটি বাস-একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুড়ে যাওয়া বাস জাহাঙ্গীর পরিবহনের সুপারভাইজার আলমগীর হোসেন বাদি হয়ে ৫৩ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিয়ে মৃত আজগরের স্ত্রী সোহেলী সুলতানা বলেন, আমার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তাই তার মৃত্যুর সনদ সাভার ও আশুলিয়া থানায় দিয়ে আসি, যাতে পুলিশ আর মৃত ব্যাক্তিকে নিয়ে টানাটানি না করে। তবু্ও রেহাই পেলেন না তিনি।

এ বিষয়ে মামলার বাদি ক্ষতিগ্রস্ত বাস জাহাঙ্গীর পরিবহনের সুপারভাইজার নাটোর সদর উপজেলার দস্তানাবাজ গ্রামের আলমগীর হোসেন জানান, এ বিষয়ে আমি আসলে কিছুই বলতে পারব না। বাসের মালিক আমাকে থানায় গিয়ে স্বাক্ষর করে আসতে বলেছিল। আমি শুধু তাই করেছি। যারা আমাদের গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিলো আমি তাদের চিনি না৷

মৃত ব্যাক্তিকে আসামি করার বিষয়ে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ শাহ্ জামান বলেন, প্রিন্টিং মিসটেক বা তথ্যগত ভুল হতে পারে। তদন্ত করে ভুল শুধরিয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হবে বলেও জানান তিনি।

আপন দেশ/এইউ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়