Apan Desh | আপন দেশ

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩, ২৫ মে ২০২৫

আপডেট: ১৬:১৭, ২৫ মে ২০২৫

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

ফাইল ছবি

জ্বালানি তেলের বিক্রয় কমিশন ৭ শতাংশ নির্ধারণসহ ১০ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। ১৫ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দাবি বাস্তবায়নের আশ্বাসে রোববার (২৫ মে) দুপুর ১টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ৬টা থেকে রাজধানীসহ দেশের অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়।

পরিষদের যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান জানান, সকাল ১০টায় বিপিসির সঙ্গে বৈঠক হয়। সেখানে দাবি বিবেচনার আশ্বাস পাওয়ার পরই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে জ্বালানি তেলের বিক্রয় কমিশন ৭ শতাংশ নির্ধারণসহ সাত দফা দাবিতে আজ সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

জ্বালানি তেল পরিবেশকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে তেল বিক্রয়ের কমিশন ন্যূনতম ৭ শতাংশ করা, সড়ক অধিদপ্তরের ইজারা, ভূমির ইজারা মাশুল আগের মতো বহাল রাখতে হবে, পাম্পের সংযোগ সড়কের ইজারাপ্রাপ্ত ভূমির নবায়নকালে ইজারা নবায়নের আবেদনের সঙ্গে নির্ধারিত ইজারা-মাশুলের পে-অর্ডার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী দপ্তরে জমা দিলে ওই ইজারা নবায়ন বলবৎ বিবেচিত হওয়ার বিধান করা, বিএসটিআই কর্তৃক আগের মতো শুধু ডিসপেন্সিং ইউনিট, স্টেম্পিংয়ের পরিমাপ যাচাইয়ের কার্যক্রম পরিচালনা করা, বিভিন্ন ফি আগের মতো করা, আন্ডার গ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফিস ও নিবন্ধন প্রথা বাতিল করা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দাবি পূরণের আশ্বাস অনুযায়ী এখন অপেক্ষা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে পরিষদ।

আপন দেশ /জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়