
ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা অধ্যাদেশ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে। এ আশ্বাসে আন্দোলন স্থগিত করতে যাচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
রোববার (২৫ মে) সন্ধ্যায় সংস্কার ঐক্য পরিষদের সদস্য ও এনবিআরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে অধ্যাদেশ সংশোধন করার তথ্য জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে। তারা আমাদের অধিকাংশ দাবির বিষয়ে একমত পোষণ করেছেন। তাই আপাতত আন্দোলন স্থগিত করা হতে পারে। আমরা বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেব।
অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, সংশোধনের আগ পর্যন্ত জারি করা অধ্যাদেশটি কার্যকর করা হবে না। এদিকে সরকারের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে এনবিআরের কর্মকর্তা- কর্মকর্মচারীরা। ফলে কর্মবিরতি স্থগিত করছে তারা।
আরওপড়ুন<<>>রাজধানী এখন আন্দোলনের নগরী
এর আগে চারদফা দাবি বাস্তবায়নে কঠোর কর্মসূচি ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। আন্তর্জাতিক যাত্রীসেবা এবং ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি-রফতানি ছাড়া সোমবার (২৬ মে) থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের চারটি দাবি হলো- জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ করা, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্বব্যবস্থার সংস্কার নিশ্চিত করা।
রোববার রাজধানীর এনবিআর প্রধান কার্যালয়ের নিচে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা করা হয়। এ সংবাদ সম্মেলনে সময় যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কমিশনার আব্দুল কাইয়ুম এবং উপ কর কমিশনার রইসুন নেসা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।