Apan Desh | আপন দেশ

নয় দফা দাবিতে রাবি সংস্কার আন্দোলন’র সংবাদ সম্মেলন 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৯, ২৫ মে ২০২৫

নয় দফা দাবিতে রাবি সংস্কার আন্দোলন’র সংবাদ সম্মেলন 

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সার্বজনীন অধিকারের প্রধান ৯টি দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে 'রাবি সংস্কার আন্দোলন'।

রোববার (২৫ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংগঠনের মুখপাত্র সালাউদ্দিন আম্মার বলেন, আমরা রাবির সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও সমতাভিত্তিক ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে যৌক্তিক ও সময়োপযোগী ৯ দফা দাবি উত্থাপন করছি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ করছি, এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নানা অব্যবস্থাপনা, অবহেলা ও সংকটে জর্জরিত। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা ও ন্যায্য অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ৯ দফা দাবি বাস্তবায়িত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, কার্যকর ও মানবিক শিক্ষা-পরিবেশ।

আরওপড়ুন<<>>রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডুকেশন ক্লাবের সভাপতি সেঁজুতি, সম্পাদক তটিনী

শিক্ষার্থীদের ৯ দফা দাবি হলো- পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা, রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত, সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা চালু, ৫০ শয্যার পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার বাস্তবায়ন, প্রশাসনিক ডিজিটালাইজেশন ও ক্যাশলেস ক্যাম্পাস, হল ডাইনিংয়ে মানসম্মত খাবার, কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি দ্রুত কার্যকর, রাকসুর পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করা।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই আমরা আগামী ২৫ মে থেকে ২০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিচ্ছি। এ সময়ের মধ্যে যেসব দাবি বাস্তবায়নযোগ্য, তা বাস্তবায়ন করতে হবে। যেগুলোর জন্য সময় প্রয়োজন, সেক্ষেত্রে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায়, আমরা ২১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বিভাগ ভিত্তিক জনসংযোগ, লিফলেট বিতরণ ও দেয়ালিকা লিখনসহ সচেতনতামূলক কর্মসূচিতে যাব।

শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলনে কেন আসছে না এ প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের সচেতন করতে না পারা আমাদের ব্যর্থতা। সেলক্ষ্যে আমরা যৌক্তিক ৯টি দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও সপ্তাহব্যাপী জনসংযোগ চালোব। আমরা প্রতিটা বিভাগ ও হলে গিয়ে শিক্ষার্থীদের সচেতন করব।

সবশেষে তারা জানান, ২৮ জুন পর্যন্ত প্রশাসনের বাস্তবায়ন যোগ্য দাবিগুলো আদায় না হলে ২৯ জুন থেকে শুরু হবে 'March for Our Rights' কর্মসূচি, যা চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত। এ সময় ক্লাস-পরীক্ষা বর্জনসহ মাঠপর্যায়ের আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়