Apan Desh | আপন দেশ

এবার হজের খুতবা দেবেন ‘শায়খ সালেহ বিন হুমাইদ’

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ২৫ মে ২০২৫

এবার হজের খুতবা দেবেন ‘শায়খ সালেহ বিন হুমাইদ’

‘শায়খ সালেহ বিন হুমাইদ।

চলতি হজ মৌসুমে (১৪৪৬ হিজরি) হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন হুমাইদ। এ বছর আরাফা দিবসের খুতবার জন্য তাকে মনোনয়ন করেছেন দুই পবিত্র মসজিদের খাদেম,  সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

শায়খ সালেহ বিন হামিদ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য ও মসজিদুল হারামের সাবেক ইমাম। তিনি দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ ও বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

৯ জিলহজ আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসলিম হাজির জন্য হজের খুতবা আধ্যাত্মিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

মসজিদে নামিরাহ ঐতিহাসিকভাবেই এ খুতবার স্থান হিসেবে পরিচিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই বিদায় হজের খুতবা প্রদান করেছিলেন।

হজের খুতবা বাংলাসহ প্রায় ২০টি বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। হজের আধ্যাত্মিকতা বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌদি সরকারের পক্ষ থেকে হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হয়।

আগামী ৫ জুন বৃহস্পতিবার ২০২৫ সালের আরাফা দিবস অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের উম্মুল কুরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এদিন ১৪৪৬ হিজরির  ৯ জিলহজ থাকবে । আর এই দিনটিই হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন, ইনসাইড দ্য হারামাইন

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়