Apan Desh | আপন দেশ

শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ২৫ মে ২০২৫

শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক

ইশরাক হোসেন। ফাইল ছবি

মেয়র হিসেবে শপথ চেয়ে হাইকোর্টে এখনও রিট করেননি বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিভিন্ন গণমাধ্যমে হওয়া সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

রোববার (২৫ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক 'সিটি করপোরেশন আইন' অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি।

আরওপড়ুন<<>>শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে ইশরাকের রিট

তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত করা হয়নি।

তিনি আরও বলেন, আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা এন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি। রিট পিটিশন নয়।

উল্লেখ্য, রোবরার বিভিন্ন গণমাধ্যমে ‘শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশারাক হোসেন’ মর্মে সংবাদ প্রকাশ করেছে। এর প্রেক্ষিতেই এ বিবৃতি পাঠান তিনি।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়