Apan Desh | আপন দেশ

অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ২৫ মে ২০২৫

আপডেট: ১৯:২৭, ২৫ মে ২০২৫

অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের 

সংবাদ সম্মেলন থেকে এনবিআরের কর্মসূচির ঘোষণা। ছবি: সংগৃহীত

সারাদেশের সব দফতরে আগামীকাল (সোমবার) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম আমদানি-রফতানিও কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

রোববার (২৫ মে) বিকালে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নেতারা।

এ সময় যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কমিশনার আব্দুল কাইয়ুম ও উপ কর কমিশনার রইসুন নেসা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন<<>>ঈদের ছুটিতেও ৩ দিন খোলা থাকবে ব্যাংক

সংবাদ সম্মেলন বলা হয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা ও অর্থবছরের শেষ প্রান্তে রাজস্ব আহরণ কার্যক্রম সচল রাখার স্বার্থে আমাদের মূল চারটি দাবি পূরণের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রদান করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। একইসঙ্গে এ কর্মসূচির ফলে করদাতা ও সেবাপ্রার্থীদের সাময়িক অসুবিধার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের চারটি দাবি হলো- জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ করা, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্বব্যবস্থার সংস্কার নিশ্চিত করা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে, তাদের এ সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে, রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে। রাজস্ব ব্যবস্থার প্রয়োজনীয় ও সময়োপযোগী সংস্কারের ক্ষেত্রে আমাদের এ যৌক্তিক দাবিগুলো সরকার কী কারণে, কার প্রভাবে বা কোন অজুহাতে এখনও বাস্তবায়ন করছে না, তা আমাদের কাছে স্পষ্ট নয়।

যেহেতু আমাদের চারটি সুনির্দিষ্ট দাবি পূরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত সুস্পষ্ট ঘোষণা দেয়া করা হয়নি, সেজন্য আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়