Apan Desh | আপন দেশ

ইশরাকের আন্দোলন ভিন্ন মোড় নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ২২ মে ২০২৫

আপডেট: ১৭:০৪, ২২ মে ২০২৫

ইশরাকের আন্দোলন ভিন্ন মোড় নিচ্ছে

ছবি : আপন দেশ

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছে তার সমর্থকরা। এরইমধ্যে সে আন্দোলন নতুন মোড় নিয়েছে। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদেরকে আন্দোলন চালিয়ে নির্দেম দিয়েছেন ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এমন নির্দেশনা দেন।

ফেসবুকে ইশরাক হোসেন লিখেন, আন্দোলনকারী ভাইদের বলবো এসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।

এদিকে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। ফলে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোয় বাধা নেই।

ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা বেশ কদিন ধরে আন্দোলন করে আসছিলেন। হাইকোর্টের এ আদেশের ফলে তার কর্মী-সমর্থকরা সড়ক থেকে ওঠে যাবেন বলে ধারণা ছিল অনেকের। তবে, আদালতের আদেশে তার কর্মী-সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করলেও দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে বসেন তারা। এর কিছুক্ষণের মধ্যে ইশরাক হোসেনও ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নয়া নির্দেশনা দিলেন।

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা বুধবার কাকরাইল এলাকায় আন্দোলন করেন। সেখানে দেয়া বক্তৃতায় বিএনপির এ নেতা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়