Apan Desh | আপন দেশ

বিপিএল সেরা হয়েও আক্ষেপ শরীফুলের 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩০, ২৪ জানুয়ারি ২০২৬

বিপিএল সেরা হয়েও আক্ষেপ শরীফুলের 

বিপিএল সেরার পুরস্কার হাতে শরীফুল ইসলাম

টানা এক মাসের ক্রীড়াযজ্ঞ শেষে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। এবার শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। দল চ্যাম্পিয়ন হতে না পারায় হতাশ তিনি।

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ২ উইকেট শিকার করে ‍বিপিএল শুরু করেছিলেন শরীফুল। এরপর আরও ১০ ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স করে গেছেন। দারুণ বোলিং নৈপুণ্যে তিনিই হলেন সর্বোচ্চ উইকেটশিকারি। তার হাতেই উঠলো টুর্নামেন্ট সেরার পুরস্কার। 

চট্টগ্রামের জার্সিতে সব মিলিয়ে এবারের বিপিএলে ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন শরিফুল। ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৫ দশমিক ৮৪ রান, বোলিং গড় মাত্র ১০ দশমিক ০৭! নোয়াখালীর বিপক্ষে ৯ রানে ৫ উইকেট তার সেরা বোলিং। বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন। গত আসরে ২৫ উইকেট নিয়ে এ রেকর্ডটি ছিল তাসকিন আহমেদের। এবার সেটি ভেঙে দিয়ে চমক শরিফুলের। সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে ৫ লাখ টাকার অর্থ পুরস্কার পান বাঁহাতি পেসার।

আরও পড়ুন<<>>চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

দারুণ পারফরম্যান্সের পর শরিফুলের হাতেই উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কার। বিপিএলের ইতিহাসে এ প্রথম বিশেষজ্ঞ কোনও বোলার টুর্নামেন্ট সেরার পুরস্কার পেলেন। সুদৃশ্য ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকার অর্থ পুরস্কারও পেয়েছেন।

শরীফুল ব্যক্তিগত সাফল্যে খুশি। তবে চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপের কথা জানালেন, সর্বোচ্চ উইকেটশিকারি ও টুর্নামেন্টসেরা হয়ে খুব ভালো লাগছে। তবে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগতো।

একইসঙ্গে ভক্ত-সমর্থকদের কাছেও ক্ষমা চেয়ে নেন বাঁহাতি পেসার, সরি চট্টগ্রামবাসী, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। আপনারা আমাদের সাপোর্ট করবেন। আমাদের কোচিং স্টাফ, নাফীস ভাই, সুমন স্যার, বাবুল স্যার- সবাইকে ধন্যবাদ। আমরা পুরো দল হিসেবে খেলেছি। সবাইকে ধন্যবাদ।

আপন দেশ জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়