বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
অপেক্ষার অবসান ঘটিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে। এবারের আসরের যৌথ আয়োজক জিম্বাবুয়ে ও নামিবিয়া। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উদ্বোধনী দিনে ৩টি খেলা মাঠে গড়াবে। তবে বাংলাদেশের যুবারা মাঠে নামবে ১৭ জানুয়ারি।
ওইদিন বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে টাইগার জুনিয়াররা। টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নিচ্ছে ১৬টি দল।
দলগুলোকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গতবারের রানার্স আপ ও সফলতম দল, ৫ বারের চ্যাম্পিয়ন ভারত বুলাওয়েতে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে আর নামিবিয়াতে তানজানিয়া খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
আরও পড়ুন<<>>নাজমুলকে শোকজ বিসিবির, দাবিতে অনড় খেলোয়াড়রা
‘বি’ গ্রুপে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। চার গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। যেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। সুপার সিক্সে উঠলে ১ নম্বর গ্রুপে পড়বে বাংলাদেশ। যেখানে থাকবে ‘সি’ গ্রুপের তিনটি দল।
গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘সি’: ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে
গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































