Apan Desh | আপন দেশ

বিপিএলে হীরাখচিত ট্রফি আসছে 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ২৭ ডিসেম্বর ২০২৫

বিপিএলে হীরাখচিত ট্রফি আসছে 

এমন ডিজাইনের হীরাখচিত ট্রফি আনছে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের মাঠের লড়াই শুরু হয়ে গেছে। কিন্তু  ট্রফির সঙ্গে অধিনায়কদের কোনো ফটোসেশন হয়নি। তা হবেই বা কীভাবে বিপিএলের ট্রফিই যে এখনো বাংলাদেশে আসেনি! এ নিয়ে দুই দিন ধরে সমালোচনাও হচ্ছে। 

বিসিবির দাবি, বিপিএলের জন্য তারা হীরাখচিত ট্রফি নিয়ে আসছে দুবাই থেকে। তাতে বড় অঙ্কের একটা খরচও হচ্ছে- তারা বলছে সেটি ২৫ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ২৫ লাখের বেশি। 

এ নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের বলেন,  যে ট্রফিটা আগে ছিল, এটা গতানুগতিক। সেটা বদলে আরও একটা ট্রফি আনা হয়েছিল - কিন্তু ওটা আপ টু দ্য মার্ক না। সেজন্য ওটা পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই সেটা আমাদের হাতে আসবে।

আরও পড়ুন<<>>জয়ে শুরু চট্টগ্রামের, ৪ বিদেশিকে খেলানোর প্রত্যাশা

দুবাইয়ের এক প্রতিষ্ঠানের বানানো ট্রফিটি বিপিএলের মাঝপথে যেকোনো সময় বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছে বিসিবি। ট্রফি এলে সেটি উন্মোচনের একটি অনুষ্ঠানও হতে পারে। তখন অধিনায়কদের সঙ্গে হবে ফটোসেশনও। 

এদিকে ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তা-শঙ্কায় তা হয়নি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেটে ম্যাচ শুরুর আগে ১৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান হয়। পরে সন্ধ্যার ম্যাচের আগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। কিন্তু সে অনুষ্ঠান মঞ্চের সামনে বিসিবি কর্মকর্তাদের ভিড় দর্শকদের গ্যালারি থেকে সে অনুষ্ঠান দেখা কঠিন হয়ে পড়েছিল। 

আয়োজনটি তাই একরকম হয়ে গিয়েছিল বিসিবি কর্মকর্তাদের জন্যই। কী হচ্ছে, তা ঠিকঠাক বোঝার উপায়ই ছিল না গ্যালারিতে বসে থাকা দর্শকদের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়