Apan Desh | আপন দেশ

ক্ষোভে অনুশীলন ছাড়লেন নোয়াখালীর দুই কোচ 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ২৫ ডিসেম্বর ২০২৫

ক্ষোভে অনুশীলন ছাড়লেন নোয়াখালীর দুই কোচ 

ছবি : আপন দেশ

রাত পোহালেই ভোর, দুপুর গড়ালেই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। কিন্তু তার আগে এ টুর্নামেন্ট নিয়ে দেখা দিয়েছে নানা অব্যবস্থাপনা। ইতোমধ্যেই মালিকানা ছেড়েছে চট্টগ্রাম র‌য়্যালসের কাইয়ুম রশিদ। ঘটনা এখানেই শেষ নয়, ক্ষোভ জানিয়ে দলীয় অনুশীলন ছেড়ে যান নোয়াখালী এক্সপ্রেসের দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। 

শুধু অনুশীলন নয় হোটেল থেকে ব্যাগ গুছিয়ে তারা ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কেটে ফেলেছেন বিমানের টিকিটও। তালহা জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সুজন নোয়াখালীর প্রধান কোচ এবং তালহা বোলিং কোচ।

তালহা জানিয়েছেন, কোনো কিছুই আসলে আমাদের অধীনে নেই, আমরা কোচ হওয়া সত্ত্বেও কিছু জানি না। সুজন ভাইও কিছু জানে না, আমাদের কাছে কোনো কিছুর দায়িত্ব (বুঝিয়ে) দেয়নি। অনুশীলনের কিছু নাই বল বা স্ট্যাম্প যেটা বলেন মানে রাবারের যে স্ট্যাম্প একটাও নাই। আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করি, বিপিএলে দুইদিন ধরে কাজ করতে পারছি না।

আরও পড়ুন<<>>বিসিবির মালিকানায় বিপিএলে খেলবে চট্টগ্রাম রয়্যালস

নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছ থেকে সময়মতো প্রয়োজনীয় সামগ্রী না পাওয়ার অভিযোগ নোয়াখালীর এ কোচের, যখন ঢাকায় ছিলাম তখন আমাদের প্র্যাকটিস থাকত ১১টায়, আর বল নিয়ে আসতো ১টার সময় দুই ঘণ্টা পরে। ক্রিকেটারদের কাছ থেকে বল নিয়ে আমরা অনুশীলন করেছি ঢাকায়। এখানে আমাদের কাছে বল বুঝিয়ে দেবে না, মনে হয় আমরা চুরি করব। আজকে আমরা অনুশীলনে এসেছি, কালকে আমাদের প্রথম ম্যাচ। আজকে বল নিয়ে এসেছে মাত্র তিনটা আর কোন কিছু (প্রয়োজনীয় সরঞ্জাম) নাই, মানে কোনো কিছুই নাই।

ফলে সিলেট ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুজন-তালহা। নোয়াখালীর বোলিং কোচ বলেন, সবকিছু ওদের (ফ্র্যাঞ্চাইজি) লোকজন করতেছে, তাহলে আমরা কাজটা করব কীভাবে। আমরা চলে যাচ্ছি, এভাবে আসলে কাজ করার কোনো মানে হয় না। নিজের সম্মানহানি করে কাজ করতে পারব না, আমরা ফ্লাইটের টিকিটও করে ফেলেছি। ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমিও করব না, সুজন ভাইও করবে না। আর আমরা এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি, ডে-এলাউন্স যেটা সেটাও পাইনি। মূলকথা আমাদের হাতে কোনো টাকা-পয়সা আসেনি।

অপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়