Apan Desh | আপন দেশ

রোকেয়া পদক পেয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৮, ৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪৮, ৯ ডিসেম্বর ২০২৫

রোকেয়া পদক পেয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা 

ঋতুপর্ণা চাকমার হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস 

দুটি সাফ জয় এবং এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। এতে দেশের নারী ফুটবলে নতুন করে জাগরণ তৈরি হয়েছে। নারী জাগরণে বিশেষ অবদান রাখায় তাকে মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদক-২০২৫ দেয়া হয়েছে। 

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঋতুপর্ণা চাকমার হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

গত বছর বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। চলতি বছর তারা ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে। দুটোতেই ঋতুপর্ণা দারুণ পারফর্ম করে বড় ভূমিকা রেখেছিলেন। তাকে 'নারী জাগরণ (ক্রীড়া)' বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। 

আরও পড়ুন<<>>আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি, নেই সাকিব

পদক পাওয়ার অনুভূতি নিয়ে ঋতুপর্ণা বলেছেন, যে কোনো পুরস্কার বা সম্মাননা আমার জন্য অনেক বড় বিষয়। এটি আমাকে অনেক উৎসাহ দেয়। এ প্রথম কোনো ফুটবলার রোকেয়া পদক পেল, তাই এটা আমার কাছে বিরাট সাফল্য মনে হচ্ছে। আমি খুব, খুব খুশি।

বাংলাদেশে নারী ফুটবলারদের নানা ধরনের সামাজিক বাধার মুখোমুখি হতে হয়। সংগ্রাম করে উঠে আসতে হয় তাদের। এমন বাস্তবতায় ঋতুপর্ণার এগিয়ে চলা অসাধারণ ব্যাপারের চেয়ে কম কিছু নয়। তিনি বলেন, এ স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এ পুরস্কার শুধু আমার একার নয়— এটি বাংলাদেশের সব নারীর জন্য অনুপ্রেরণা। এটি আগামী প্রজন্মের ওপর ভালো প্রভাব ফেলবে।

বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত হওয়া সবচেয়ে কমবয়সী নারী ঋতুপর্ণা। তিনি এমন একটি সম্মানজনক তালিকার অংশ হলেন, যে নারীদের অবদান বাংলাদেশের উন্নতিতে সাহায্য করছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ দিচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়