Apan Desh | আপন দেশ

এমবাপ্পের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৩, ৪ ডিসেম্বর ২০২৫

এমবাপ্পের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ের হতাশা কাটিয়ে লা লিগায় দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

এ জয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র ১ পয়েন্ট দূরে রইল রিয়াল। তবে বড় জয়ের আনন্দ ম্লান করেছে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও এদুয়ার্দো কামাভিঙ্গার চোট।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। সপ্তম মিনিটেই ব্যবধান গড়ে দেন কিলিয়ান এমবাপ্পে। মাঝমাঠ থেকে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের লম্বা ক্রস নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান কোনায় জোরালো শটে বল জালে পাঠান ফরাসি তারকা। ৪২তম মিনিটে আবারও এমবাপ্পে হন গোল তৈরির কারিগর। ট্রেন্টের মাপা ক্রসে হেড করে বল কাটব্যাক দেন তিনি, যা ফাঁকা জালে ঠেলে দেন এদুয়ার্দো কামাভিঙ্গা। বিরতির আগেই ২–০ গোলে এগিয়ে যায় রিয়াল।

আরও পড়ুন<<>>হামজায় অনুপ্রাণিত মারিয়া মান্দা

৬০ মিনিটের কাছাকাছি সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। নিচু ও বাঁকানো শটে বল জালে পাঠিয়ে এবারের লিগে নিজের ১৬তম গোলটি করে ফেলেন। এ গোলে কার্যত ম্যাচের ফল নিশ্চিত হয়ে যায়। তবে ম্যাচের আনন্দে বড় ধাক্কা আসে চোটের কারণে। লিভারপুল থেকে গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালে যোগ দেয়া ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড তার প্রথম অ্যাসিস্ট করলেও পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। এর আগে চলতি মৌসুমে হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি সাত ম্যাচ খেলতে পারেননি। একই ম্যাচে চোট পান কামাভিঙ্গাও।

গত এক মাসে টানা তিনটি ড্র করে লিগের শীর্ষে থাকা পাঁচ পয়েন্টের ব্যবধান হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এ জয়ে আবারও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে ফিরল তারা। অন্যদিকে অ্যাথলেটিক ক্লাবের দুর্দশা কাটছেই না। গত ১২ লিগ ম্যাচে এটি তাদের সপ্তম পরাজয়। ২০ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা লিগ টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়