ছবি: সংগৃহীত
সেমিফাইনালের মতো ফাইনালেও সুপার ওভারে নিষ্পত্তি শিরোপা। শেষ চারে নাটকীয় সুপার ওভারে রোমাঞ্চকর জয় পেলেও ফাইনালে স্বপ্ন ভঙের বেদনায় পুড়ল আকবর আলীর দল। শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে প্রথমবার শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান।
রোববার (২৩ নভেম্বর) রাতে কাতারের দোহায় অনুষ্ঠিত ফাইনালে বোলাররা জয়ের ভিত গড়ে দিলেও মূলত ব্যাটারদের ব্যর্থতায় শিরোপার বঞ্চিত হয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারের ১২৫ রান করে পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ের পর রিপন-সাকলাইনদের কল্যাণে বাংলাদেশও সমান ১২৫ রান করে।
বাংলাদেশ-ভারত সেমিফাইনালের মতো ফাইনালও গড়ায় সুপার ওভারে। যেখানে প্রথম বলে হাবিবুর রহমান সোহান এক রান নেয়ার পর স্ট্রাইকে যান আব্দুল গাফফার সাকলাইন। দ্বিতীয় বলেই তিনি আউট হয়ে যান। এরপর পাক পেসার আহমেদ দানিয়াল ওয়াইড এবং বাই চার দিয়ে বসেন। জিসান প্রথম বলেই বোল্ড হয়ে যাওয়ায় বাংলাদেশ আর কোনো রান যোগ করতে পারেনি। ফলে তাদের পুঁজি দাঁড়ায় স্রেফ ৬ রান।
আরও পড়ুন<<>>আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ, মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
জবাবে সহজেই লক্ষ্য টপকে যায় পাকিস্তান শাহীনস। রিপন মন্ডলের করা ওভারে প্রথম দুই বলেই সিঙ্গেল নেন ব্যাটাররা। তৃতীয় বলে সাদ মাসুদ বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন। চতুর্থ বলের সিঙ্গেলে নিশ্চিত হয় জয়।
এর আগে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানকে মাত্র ১২৫ রানে আটকে দেন রিপন মন্ডল, রাকিবুল হাসানরা। জবাবে ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু বল হাতে তিন উইকেট নেযয়া রিপন মন্ডল ব্যাট হাতে শেষ দিকে বীরত্ব দেখান। তার অপরাজিত ১১ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখেন আরেক পেসার আব্দুল গাফফার সাকলাইন। অপরাজিত ১৬ রান করেন তিনি।
এর আগে রাকিবুল হাসান করেন ২১ বলে ২৪। মূলত ১৯তম ওভারে ২০ রান তুলে ম্যাচে ফেরে বাংলাদেশ ‘এ’। শেষ ওভারে দরকার পড়ে ৭ রানের। শেষ পর্যন্ত জয় আর পাওয়া হয়নি। কিন্তু শেষ বলের সিঙ্গেলে ম্যাচকে সুপার ওভারে নিতে সক্ষম হন রিপন। ভারত ‘এ’ দলের বিপক্ষে সেমিফাইনালের মতো এবারও সুপার ওভারেই গড়ায় লড়াই।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































