ছবি : আপন দেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট ছিল বাংলাদেশের কাছে ‘বিশেষ টেস্ট’। কারণ এটি ছিল মুশফিকুর রহিমের শততম টেস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে নিজের মাইলফলকের টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন এ উইকেটরক্ষক ব্যাটার। আইরিশদের হোয়াইটওয়াশ করে সতীর্থরাও স্বরণীয় করে রাখলেন এ মুশফিকের বিশেষ এ টেস্ট।
জয়ের মঞ্চটা আগের দিনই সাজিয়ে রেখেছিলেন বোলাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডের ৬ উইকেট পড়ে গিয়েছিল চতুর্থ দিনেই। রোববার (২৩ নভেম্বর) পঞ্চম দিনে আইরিশরা ঘণ্টাখানেক টিকতে পারবে কিনা- তা নিয়েই অনেকের সন্দেহ ছিল। কিন্তু সে আইরিশরা মাটি কামড়ে পড়ে থাকে।
অবশেষে দ্বিতীয় সেশনে অবশেষে জয়ের দেখা পায় বাংলাদেশ। হাসান মুরাদ পরপর দুই বলে আইরিশদের শেষ দুই উইকেট তুলে নেন। টিম টাইগার জিতে যায় ২১৭ রানের বিশাল ব্যবধানে। এর মাধ্যমে আইরিশদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
খেলা দ্রুত শেষ করতে মধ্যাহ্নবিরতির আগে প্রথম সেশনের দৈর্ঘ্য ২০ মিনিট বাড়ানো হয়। তাতেও আয়ারল্যান্ডকে অল-আউট করতে পারেনি বাংলাদেশ। পঞ্চম দিনের ভাঙা উইকেটে শুরুতে তাইজুল ইসলাম আর মেহেদি মিরাজ দুটি উইকেট তুলে নিলেও এখন সহজেই ব্যাট করছে আইরিশরা। ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড ৮ উইকেটে ২৬৩ রান নিয়ে লাঞ্চে যায়।
আরও পড়ুন<<>>জয় থেকে ২ উইকেট দূরে বাংলাদেশ
পঞ্চম দিনের প্রথম উইকেট এনে দেন তাইজুল। তিনি ২১ রান করা ম্যাকব্রাইনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। টেস্টে এটি তার ২৫০তম উইকেট। এরপর নিলকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েছিলেন ক্যাম্ফার। ৩০ রান করা নিলকে ফিরিয়ে চলতি টেস্টে প্রথম শিকার ধরে এ জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর গ্যাভিন হোয়ের সঙ্গে ১৯১ বলে ৫৪ রানের অবিশ্বাস্য এক জুটি গড়েন। এ জুটি যেন থামছিলই না।
পঞ্চম দিনে ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। অবশেষে মধ্যাহ্ন বিরতির পর হাসান মুরাদ পরপর দুই বলে তুলে নেন ১০৪ বলে ৩৭ রান করা গ্যাভিন হোয়ে এবং ম্যাথু হ্যাম্পার্সকে (০)। কিন্তু কার্টিস ক্যাম্ফারকে আউট করা সম্ভব হয়নি। তিনি ২৫৯ বলে ৪ বাউন্ডারি এবং ২ ছক্কায় ৭১ রানে আপরাজিত থাকেন। তার এ লড়াই নিশ্চয়ই আইরিশ ক্রিকেটে রূপকথা হয়ে থাকবে।
৪০ ওভার বল করে ৭ মেডেনসহ ১০৪ রানে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৮টি। অন্যদিকে হাসান মুরাদও ২২.৩ ওভার বল করে ১১ মেডেনসহ মাত্র ৪৪ রানে নিয়েছেন ৪ উইকেট। প্রথম ইনিংসে তিনি ২ উইকেট নিয়েছিলেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ আর মেহেদী মিরাজ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































