Apan Desh | আপন দেশ

ভূমিকম্পের পর তাসকিন বললেন ‘দুনিয়া ক্ষণস্থায়ী’

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পের পর তাসকিন বললেন ‘দুনিয়া ক্ষণস্থায়ী’

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে এখন পর্যন্ত ঢাকায় তিনজন এবং নারায়ণগঞ্জে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সারাদেশে অনেকে আহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক ভবন। ভূমিকম্পে সামাজিকমাধ্যমে বার্তা দিয়েছেন ক্রীড়াবিদরা।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী। আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নিজের ফেসবুক পেজে লেখেন, ভূমিকম্পে সবাই ঠিক আছে আশা করি। সে পোস্টে অনেকেই ভূমিকম্প নিয়ে নিজেদের মন্তব্য জানান।

আরও পড়ুন<<>>মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ

এদিকে ভূমিকম্পের প্রভাবে ৩ মিনিট বন্ধ ছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টও। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ড্রেসিংরুম থেকে মুহূর্তে সংকেত দেয়া হলো ভূমিকম্প হচ্ছে। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করলেন আম্পায়াররা।

আতঙ্কে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠের বাইরে অবস্থান নেন। তবে বাংলাদেশ দলের ১১ ফিল্ডার, দুই আইরিশ ব্যাটার ও দুই আম্পায়ার মাঠেই ছিলেন। এমন ভূমিকম্পে যে খোলা মাঠই তুলনামূলক নিরাপদ। তাই ক্রিকেটাররা ড্রেসিংরুমে না গিয়ে মাঠেই অবস্থান করেছেন। ৩ মিনিট বন্ধ থাকার পর ১০টা ৪১ মিনিটে আবার খেলা শুরু হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস), ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫, আর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়