Apan Desh | আপন দেশ

মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ২০ নভেম্বর ২০২৫

মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪৭৬ রান সংগ্রহ করেছে স্বাগতিক দল। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে স্কোর বোর্ডে কোনো রানই তুলতে পারেনি আইরিশরা। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারটি মেডেন দেন মুশফিক। পরের ওভারে আর দেরি করেননি। ক্যারিয়ারের ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরি তুলে নিতে মুশফিক খেলেন ১৯৫ বল, হাঁকিয়েছেন মাত্র ৫টি চার! তবে মুশফিক ইনিংস আর বেশি বড় করতে পারেননি। ২১৪ বলে ১০৬ রান করে আউট হয়েছেন স্লিপে ক্যাচ দিয়ে। লিটনের সঙ্গী হন মিরাজ।

আরও পড়ুন<<>>শততম টেস্টে মুশফিকের ইতিহাস

দুর্দান্ত খেলতে থাকা লিটন ১৫৮ বলে ৭ চার ২ ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। এটা ছিল তার শততম প্রথম শ্রেণির ম্যাচ। হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ৪৭ রানে আউট হন মিরাজ। ভাঙে ১২৩ রানের দারুণ একটা জুটি। অন্যদিকে সেঞ্চুরির পরও ভালো ব্যাটিং করছিলেন লিটন। শেষ পর্যন্ত তার ১৯২ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ১২৮ রানের ইনিংসটি শেষ হয় হামফ্রিসকে সুইপ করার চেষ্টায় স্লিপে ক্যাচ দিয়ে।

লিটন আউট হওয়ার পর দ্রুত শেষ হতে থাকে বাংলাদেশের প্রথম ইনিংস। তাইজুল ইসলাম ৪ এবং হাসান মুরাদ ১১ রানে আউট হন। শেষদিকে এবাদত হোসেন অপরাজিত থাকেন ২৪ বলে ১৮ রানে। 

আইরিশদের হয়ে ৩৩.১ ওভার বল করে ১০৯ রানে ৬ উইকেট শিকার করেছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। দুটি করে নিয়েছেন গ্যাবিন হোয়ে এবং হ্যারি টেক্টর। এই দুজনও যথাক্রমে ১৫১ এবং ১১৫ রান খরচ করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত সিরিয়ায় আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা বায়ুদূষণে ‘বিশ্বসেরা’ শহর ঢাকা বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জেনে নিন বাজারদর শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ‘ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়’