Apan Desh | আপন দেশ

শততম টেস্টে মুশফিকের ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩২, ২০ নভেম্বর ২০২৫

শততম টেস্টে মুশফিকের ইতিহাস

মুশফিকুর রহিম

বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম। রঙিন পোশাকে খেলা ছাড়লেও দুই দশকের ক্যারিয়ারে এখন শুধু সাদা পোশাকে খেলে যাচ্ছে এ উইকেটরক্ষ ব্যাটার। এবার সে সাদা পোশাকেই গড়লেন ইতিহাস। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক ষ্পর্শ করেছেন তিনি। এবার সেটি আরও রঙিন করলেন সেঞ্চুরি দিয়ে।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর টেস্টের প্রথম দিনি তিনি ৯৯ রানে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবার  (২০ নভেম্বর) ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারটি মেডেন দেন মুশফিক। পরের ওভারে আর দেরি করেননি। ক্যারিয়ারের ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরি তুলে নিতে মুশফিক খেলেন ১৯৫ বল, হাঁকিয়েছেন মাত্র ৫টি চার! এর পরপরই ফিফটি তুলে নেন লিটন।

ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এ নিয়ে মাত্র ১১জন ব্যাটার শততম টেস্টে সেঞ্চুরি করলেন। প্রথম সেঞ্চুরি আসে ১৯৬৮ সালে ইংল্যান্ডের কলিন কাউড্রের ব্যাট থেকে। বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রান করে ইতিহাসে নাম লিখিয়েছিলেন তিনি। ১৯৮৯ সালে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ শততম টেস্টে ভারতের বিপক্ষে লাহোরে খেলেন ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস।

আরও পড়ুন<<>>ভারত জয়ে ফিফা র‍্যাংকিয়ে উন্নতি বাংলাদেশের

এরপর ওয়েস্ট ইন্ডিজের কার্টলি গ্রিনিজ, ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট ও পাকিস্তানের ইনজামাম-উল-হক যোগ দেন এই অভিজাত তালিকায়। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং অবশ্য একটা জায়গায় অনন্য। ২০০৬ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম ম্যাচে তিনি দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। ইনিংস দুটি ছিল ১২০ ও অপরাজিত ১৪৩ রানের। ২০১০-এর পর এ তালিকায় যুক্ত হন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (১৩১) ও হাশিম আমলা (১৩৪)।

‘এটা অবিশ্বাস্য অর্জন’ –মুশফিকের শততম টেস্ট নিয়ে রিকি পন্টিং‘এটা অবিশ্বাস্য অর্জন’ –মুশফিকের শততম টেস্ট নিয়ে রিকি পন্টিং
২০২১ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে নিজের শততম টেস্টে ইংল্যান্ডের সাবেক অধিনাযক জো রুট খেলেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। ২১৮ রানের ইনিংসটাই শততম টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। সর্বশেষ ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়েছেন ডেভিড ওয়ার্নার। ২০২২ সালের বক্সিং ডে টেস্টে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ইনিংসটি ছিল ২০০ রানের। মুশফিককে দিয়ে এবার পূর্ণ হলো একাদশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়