ছবি: বাফুফে
দুই দশকেরও বেশি সময় ধরে আক্ষেপে পুড়ছিল বাংলাদেশের ফুটবল সমর্থকরা। অবশেষে তাদের আক্ষেপ ঘুচিছেন হামজা, শমিত, রাকিবরা। শেখ মোরসালিনের একমাত্র গোলে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে ১-০ গালে হারিয়ে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে লাল সবুজের দল।
দুর্দান্ত এ জয়ের পর দ্রুতই সুখবর পেয়েছে বাংলাদেশ। ফিফার সর্বশেষ র্যাংকিয়ে ৩ ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার দল। ১৮৩ থেকে উঠে এসেছে ১৮০–তে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলতে নামার আগে র্যাংকিংয়ে দুই দলের দূরত্ব ছিল ৪৬ ধাপ। গত ফিফা উইন্ডোতে ভারতের আগে নেপালের বিপক্ষে খেলেছেন হামজা–শমিতরা। জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর অনুষ্ঠিত সে ম্যাচে অবশ্য এগিয়ে গিয়েও জিততে পারেনি স্বাগতিকেরা। শেষ মুহূর্তের গোলে ম্যাচ ২–২ গোলে ড্র করেছে নেপাল।
আরও পড়ুন<<>>মুশফিককে বিশেষ ক্যাপ উপহার
সর্বশেষ হালনাগাদে ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে। সবমিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে হালনাগাদকৃত র্যাংকিংয়ে তা ছিল ৮৯৪.০৬। বাংলাদেশের কাছে হেরে ৬ ধাপ অবনতি হয়েছে ভারতের। ১৩৬ থেকে ১৪২–এ নেমেছে তারা। নেপালেরও অবনতি হয়েছে দুই ধাপ (১৮২)।
র্যাংকিংয়ের সেরা দশেও হয়েছে অদলবদল। মরক্কোকে পেছনে ফেলে ১০ নম্বরে আছে ক্রোয়েশিয়া। দুই ধাপ এগিয়ে পাঁচে আছে ব্রাজিল। তারা পেছনে ফেলেছে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭)। ৮ নম্বরে বেলজিয়াম ও ৯-এ রয়েছে জার্মানি। যথারীতি শীর্ষে থেকে বছর শেষ করছে স্পেন। দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স ও চারে রয়েছে ইংল্যান্ড।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































