Apan Desh | আপন দেশ

রিশাদের ঝড়ো ইনিংসে বাংলাদেশের লড়াকু পুঁজি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ২১ অক্টোবর ২০২৫

রিশাদের ঝড়ো ইনিংসে বাংলাদেশের লড়াকু পুঁজি

মিরপুরে ব্যাট হাতে ঝড় তুলেছেন রিশাদ হোসেন

রিশাদ হোসেনের পরিচয় একজন লেগ স্পিনার হিসেবে। বল হাতে ম্যাজিক দেখানোই তার মুল কাজ। কিন্তু ইদানিং ব্যাটিংয়েও সবাইকে চমকে দিয়ে ক্রমেই একজন অলরাউন্ডার হয়ে উঠছেন তিনি। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তার চৌকস নৈপুণ্যে সহজ জয় পেয়েছিল টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তুলেছেন রিশাদ।

তার ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো ৫০ ওভার খেলে ৭ উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে লাল সবুজ দল। ফলে সিরিজে ফিরতে ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২১৪ রান। অপরদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের চাই ১০ উইকেট।

মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২২ রানে আকিল হোসেনর বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে এক ছক্কায় ৬ রান করা সাইফ হাসান। তিনে নেমে তাওহীদ হৃদয় ফিরেছেন ১৯ বলে ২ চারে ১২ রান করে। গুডাকেশ মোতির ঝুলিয়ে দেয়া বলটি উড়িয়ে মারতে গিয়ে ব্যর্থ হন হৃদয়। ব্যাটের কানায় লেগে বল চলে যায় পয়েন্টে থাকা আকিলের হাতে। 

আরও পড়ুন<<>>রিশাদের নৈপুন্যে উইন্ডিজকে গুড়িয়ে বাংলাদেশের জয়

সবচেয়ে অদ্ভুত আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত (১৫)। ভালো শুরুর পর আলিক অ্যাথানেজের শর্ট বল লেগ সাইডে পুল করতে চেয়েছিলেন। ঠিকভাবে সংযোগ না হওয়ায় বল চলে যায় মিড অনে থাকা ফিল্ডার ব্রেন্ডন কিংয়ের হাতে। আউট হয়ে নাজমুল যেন বিশ্বাস করতে পারছিলেন না। তিনি মাথায় হাত দেন! অন্যদিকে ওয়ানডেতে প্রথম উইকেট পাওয়া অ্যাথানেজ আনন্দে দুই হাতে মুখ লুকান। মাহিদুল ইসলাম অঙ্কনও ১৭ রানের বেশি করতে পারেননি।

সৌম্য একা লড়াই করতে করতে মিস করেন ফিফটি। তার ৮৯ বলে ৩ চার ১ ছক্কায় ৪৫ রানের ইনিংসটি থামে আকিল হোসেনের বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে পিয়েরের হাতে ধরা পড়ে। সাতে নেমে নাসুম আহমেদ করেন ১৪ রান। নুরুল হাসান সোহান এসে দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন। তার ২৪ বলে ২ চার ১ ছক্কায় ২৩ রানের ইনিংসটি থামে গুডাকেশ মোতির দ্বারা কট অ্যান্ড বোল্ড হয়ে।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রিশাদ হোসেন। খেলেন ১৪ বলে ৩ চার ৩ ছক্কায় খেলেন ৩৯ রানের দাপুটে ইনিংস। অন্যপ্রান্তে ৫৮ বলে ৩২* রান করা অধিনায়ক মেহেদী মিরাজ তাকে সঙ্গ দেন। দুজনে মিলে ৮ম উইকেটে গড়েন ২৪ বলে অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি, যাতে রিশাদের অবদানই ৩৯। ক্যারিবিয়ানদের হয়ে ১০ ওভারে ৬৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করছেন গুডাকেশ মোতি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়