Apan Desh | আপন দেশ

২০৭ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:০৬, ১৮ অক্টোবর ২০২৫

২০৭ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ!

সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। সে সিরিজের তিনটি ম্যাচেই পুরো ৫০ ওভার খেলতে পারেনি দল। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেছিলেন, পুরো ৫০ ওভার খেলতে পারলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হয়েছে। 

আরও পড়ুন>>>পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ খেলবে না আফগানিস্তান

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিং শুরু হওয়ার পর থেকেই ভক্ত ও সমর্থকদের মনে প্রশ্ন ছিল, অধিনায়ক মিরাজের সে আশা কি পূরণ হবে? বাংলাদেশ কি আজ পুরো ৫০ ওভার খেলতে পারবে?

তবে শেষ পর্যন্ত বাংলাদেশ দল ৫০ ওভার টিকতে পারেনি। ৫০ ওভার শেষ হওয়ার ২ বল বাকি থাকতেই তারা অলআউট হয়ে যায়। অলআউট হওয়ার আগে বাংলাদেশ দল বোর্ডে ২০৭ রান তুলতে সক্ষম হয়।

ইনিংসের গোড়াপত্তনে এদিন নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান। কেউই বেশিক্ষণ টেকেননি। দলের ৮ রানের মধ্যেই সাজঘরে ফিরেছেন দুই ওপেনার। ৬ বলে ৩ রান করে বিদায় নেন সাইফ। সৌম্য খেলেন ৬ বলে ৪ রানের ইনিংস।

এরপর নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় মেরামতের কাজ শুরু করেন। ধীরগতিতে ইনিংস এগিয়ে নিয়ে যান দুজন। ৬৩ বলে ৩২ রান করে শান্ত বিদায় নিলে চাপ বাড়ে। হৃদয় একপ্রান্তে লড়ে ফিফটি ছুঁয়ে ৯০ বলে ৫১ রানে ফেরেন।

অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন ধৈর্য ধরে খেলছিলেন। ফিফটির খুব কাছে গিয়ে ৭৬ বলে ৪৬ রানে বোল্ড হন রোস্টন চেইজের বলে। মিরাজও (২৭ বলে ১৭) ফেরেন চেইজের শিকার হয়ে। শেষ দিকে রিশাদ হোসেনের ছোট কিন্তু কার্যকর ইনিংসে কিছুটা ভরসা জোগায় দলকে। ১৩ বলে ২৬ রান করেন তিনি, মারেন দুই ছক্কা ও এক চার। তানভীর ইসলামের ছক্কায় ইনিংস শেষে ২০০ পেরোয় বাংলাদেশ।

৪৯.৩ ওভারে ২০৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তানভীর অপরাজিত ছিলেন ৯ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডন সিলস নেন ৩ উইকেট। জাস্টিন গ্রেইভস ও রোস্টন চেইজ নেন ২টি করে, আর ১টি করে উইকেট রোমারিও শেফার্ড ও খায়েরে পিয়েরের।

এ ম্যাচেও পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারা বাংলাদেশকে মনে করিয়ে দিল আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার ধারাবাহিকতা। ব্যাটিংয়ে ধস সামাল দেয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে মেহেদী মিরাজদের জন্য।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়