
মেহেদী হাসান মিরাজ
টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করলেও ওযানডে সিরিজে মুদ্রার উল্টো পিঠও দেখেছে টাইগাররা। মানে নবী-রশিদদের কাছে ধবলধোলাই হয়েছে লাল সবুজ দল। এতে বোলারদের চেয়ে ব্যাটারদের দায়ই বেশি। বলতে গেলে গোটা ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২০০ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি স্বীকার করেছেন, বাংলাদেশের ওয়ানডে দল এমন এক নাজুক অবস্থায় রয়েছে। সেখান থেকে উত্তরণে এখন তাদের প্রথম লক্ষ্যই হয়ে দাঁড়িয়েছে পুরো ৫০ ওভার ব্যাটিং করা। শেষ ওয়ানডেতে বাংলাদেশ ২৭.১ ওভারে গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। এর আগের ম্যাচেও দল অলআউট হয়েছিল ২৮.৩ ওভারে ১০৯ রানে।
দুটি ইনিংসে প্রায় একই ছকে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। টপ অর্ডার ছিল ব্যর্থ, কেবল সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। এরপর রশিদ খানের ঘূর্ণিতে ধসে পড়ে ব্যাটিং লাইন। মঙ্গলবারের ম্যাচে ২১ বছর বয়সী পেসার বিলাল সামিও যোগ দেন উইকেট উৎসবে। তুলে নেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।
এ সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ। সময় খুবই কম হাতে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, আমাদের এখন লক্ষ্য রাখতে হবে ৫০ ওভার খেলার দিকে। কারণ শেষ দুই ম্যাচে আমরা সেটা করতে পারিনি। স্বীকার করতেই হবে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খুবই বাজে ক্রিকেট খেলছি। যখন ব্যাটাররা দায়িত্ব নেয় না, তখন দল ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেক ব্যাটারেরই দায়িত্ব নিতে হবে। নইলে এভাবেই ভুগতে থাকবো। রান না করলে কোনও ম্যাচ জেতা সম্ভব নয়—পরিস্থিতি যেমনই হোক।
আরও পড়ুন<<>>হংকংয়ের বিপক্ষে হামজাদের ড্র
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের দায় নিজের কাঁধে নিচ্ছেন মিরাজ, তবে তার মতে দলের এখন মানসিকভাবে পুনরুজ্জীবিত হওয়া প্রয়োজন, সিরিজ হেরে সবাই কিছুটা মন খারাপ করে আছে। আশা করছি, দুই দিনের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আমরা নতুনভাবে ফিরতে পারবো। অধিনায়ক হিসেবে আমি চাই ব্যাটাররা মানসিকভাবে শক্ত থাকুক। একদিনে সব বদলে যাবে, এমন আশা করছি না। কোচিং স্টাফ মানসিকভাবে দলকে সাহস জোগাচ্ছেন, আমাকেও সেটা করতে হবে।
আফগানদের কাছে প্রথমবার হোয়াইটওয়াশ হওয়ার পরও মিরাজ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দলে বড় পরিবর্তনের পক্ষে নন, আমরা প্রতিটি হার থেকে শিখতে পারছি না, উন্নতিও তেমন হচ্ছে না। কিছু জায়গায় ঘাটতি আছে ঠিকই, কিন্তু এ খেলোয়াড়দের নিয়েই এগোতে হবে। বাইরে থেকে অনেক বিকল্পও নেই। আমরা যতটা খারাপ দল মনে হচ্ছে, আসলে ততটা নই। ভুলগুলো শুধরে নিতে পারলে আবার ভালো করবো।
বাংলাদেশ দল বুধবার দেশে ফিরছে। দুই দিনের প্রস্তুতির সময় হাতে আছে, এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু শনিবার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।