Apan Desh | আপন দেশ

আজ বাংলাদেশের বাঁচা মরার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ১১ অক্টোবর ২০২৫

আজ বাংলাদেশের বাঁচা মরার লড়াই

বাংলাদেশ ও আফগানিস্তান দলের অধিনায়ক

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। কিন্তু জয়ের সে ধারা ওয়ানডে সিরিজে ধরে রাখতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। হার দিয়েই শুরু করেছে তারা। পিছিয়ে থেকে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শনিবার (১১ অক্টোবর) বেলা ৩টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল।

হারলে সিরিজ চলে যাবে আফগানদের দখলে, আর জিতলে ফিরবে সমতা। এমন সমীকরণ সামনে রেখে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। 

হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, আমাদের সুযোগ ছিল। এখন আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।

আরও পড়ুন<<>>বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলটকে সংবর্ধনা

প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ৫৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয় ও মিরাজ। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে হৃদয়-মিরাজ আউট হলে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৪৬ রানে শেষ ৬ উইকেট পতনে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। 

মিরাজ সর্বোচ্চ ৬০ ও হৃদয় ৫৬ রানে আউট হন। ২২২ রানের টার্গেট স্পর্শ করতে অসুবিধা হয়নি আফগানিস্তানের। ১৭ বল বাকি থাকতে জয়ের স্বাদ নেয় আফগানরা। ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় প্রথম ম্যাচে ৪০ রান কম হয়েছে বলে মনে করেন অধিনায়ক মিরাজ। তবে পরের ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন। 

টাইগার অধিনায়ক, আমি আত্মবিশ্বাসী, পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এবং ভাল করবে। আমরা এই উইকেটে ৪০ রান কম করেছি।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েও ভিসা জটিলতায় সৌম্য সরকার যেতে পারেননি আরব আমিরাতে। এরপর ওয়ানডে দলে থাকা নাঈম শেখেরও শঙ্কা জেগেছিল সিরিজ খেলা নিয়ে। প্রথম ওয়ানডের আগে এ ওপেনারও যেতে পারেননি আরব আমিরাতে। তবে দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তিনি। 

শুক্রবার (১০ অক্টোবর) রাতের ফ্লাইটে আমিরাত গেছেন নাঈম। শনিবার তিনি যোগ দেবেন দলের সঙ্গে। দলের জন্য আপাতত স্বস্তির খবর। 

পরিসংখ্যান মতে ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে। 

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়