Apan Desh | আপন দেশ

নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ৯ অক্টোবর ২০২৫

নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

চিলিতে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। তারা আজ নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এ জয়টি আর্জেন্টিনার জন্য বিশেষ। কারণ এর মাধ্যমে তারা ১৪ বছর পর এ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল। শেষবার তারা কোয়ার্টারে খেলেছিল ২০১১ সালে।

এ জয়টি আর্জেন্টিনার যুবাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। দুই বছর আগে তারা নিজেদের মাঠে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল। এবার তারা সে হারের বদলা নিল।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা প্রথম গোলটি করে। খেলা শুরুর মাত্র ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায় গোল করেন বায়ার লেভারকুসেনের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড আলেহো সারকো। এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার ইতিহাসে দ্রুততম গোল। সারকো ভেঙে দেন ২০০১ সালে ফ্যাব্রিসিও কোলোচ্চিনির করা ২ মিনিটের গোলের রেকর্ড। এরপর ২৩ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন উইঙ্গার মাহের কারিজ্জো। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনিই। ৬৬ মিনিটে ইন্টার মায়ামির উইঙ্গার মাতেও সিলভেত্তি ডান দিক থেকে বল পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে নিচু শটে গোল করে স্কোরলাইন ৪-০ করেন।

আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মেক্সিকো। অন্যদিকে, শেষ ষোলোতে জাপানকে ১-০ গোলে হারিয়ে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, তারা খেলবে নরওয়ের বিপক্ষে। নরওয়ে তাদের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায়। আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও কলম্বিয়া।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়