
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ও ভারতের অধিনায়ক
পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর পর এশিয়া কাপের ফাইনাল শেষে আরও বড় বিতর্কের সৃষ্টি করেছে ভারত। চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানায় তারা। দলটির ক্রিকেটাররা চ্যাম্পিয়ন ট্রফি না নিয়েই মাঠ ছেড়ে যান।
তাছাড়া প্রতিবার পাকিস্তানের বিপক্ষে টসের সময়ও রীতি মেনে করমর্দন করেননি দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী তাই ভারতীয় দলের আচরণের সমালোচনা করেছেন।
ফাইনালের পর সংবাদ সম্মেলনে সালমান বলেন, ভারত যা করেছে, তা খুব হতাশাজনক। তারা আমাদের সঙ্গে হাত মেলাচ্ছে না, তাতে তারা আমাদের অশ্রদ্ধা করছে না, ক্রিকেটকে অসম্মান করছে। ভালো দল এমনটা করে না। আমরা একাই ট্রফির সঙ্গে ছবি তুলতে গিয়েছিলাম, কারণ সেটি আমাদের দায়িত্ব ছিল। আমরা দাঁড়িয়ে মেডেল নিয়েছি। কঠোর ভাষা ব্যবহার করতে চাই না, কিন্তু তারা খুবই অসম্মানজনক আচরণ করেছে।
আরও পড়ুন<<>>পারল না পাকিস্তান, অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবম এশিয়া কাপ জিতেছে ভারত। এরপর প্রায় দেড় ঘণ্টা বিলম্বে শুরু হয় পুরস্কার বিতরণী, কারণ ভারত ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এটি ছিল এমন এক ঘটনার পরিণতি, যেখানে ভারত পুরো টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানি খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেছে।
তবে সালমান জানান, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে তার ব্যক্তিগত কোনও সমস্যা নেই। বরং দাবি করেন, সূর্যকুমারের ওপর চাপ ছিল বলে তিনি প্রকাশ্যে হাত মেলাননি, টুর্নামেন্টের শুরুতে ব্যক্তিগতভাবে সে আমার সঙ্গে হাত মিলিয়েছে। প্রাক টুর্নামেন্টের প্রেস কনফারেন্সে ও রেফারির মিটিংয়েও তাই হয়েছিল। কিন্তু ক্যামেরার সামনে তারা তা করেনি। আমি নিশ্চিত, তাকে নির্দেশ দেয়া হয়েছিল। যদি বিষয়টা তার ওপর ছেড়ে দেয়া হতো, তাহলে সে আমার সঙ্গে হাত মেলাতো।
ফাইনালের আগেও পাকিস্তান অধিনায়ক বলেছিলেন, ক্রিকেটে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকার কোনও নজির নেই। এবারও তিনি বিষয়টাকে ক্রিকেটের চেতনার জন্য ‘ক্ষতিকর’ বলে মন্তব্য করেন। ভারতের ট্রফি গ্রহণে অস্বীকৃতি ও কল্পিত ট্রফি উঁচিয়ে ধরার ঘটনাকে তিনি পূর্ববর্তী সবকিছুর পরিণতি বলেও মন্তব্য করেন, এমন ঘটনা আমি জীবনে প্রথম দেখলাম। যা ঘটেছে খুব খারাপ, আশা করি কোনও একসময় এটি থামবে, কারণ ক্রিকেটের জন্য এটা ক্ষতিকর। আজ যা ঘটেছে, তার বীজ বোনা হয়েছিল এর আগেই। এসিসি প্রধানের কাছ থেকেই তো ট্রফি নেয়ার নিয়ম। যদি তার কাছ থেকে না নেন, তবে কীভাবে ট্রফি পাবেন?
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।