
বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে দুর্দান্ত সূচনা করেছে টাইগাররা। এবার লাল সবুজ দলের সামনে কঠিন পরীক্ষা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে লিটন দাসের দল। যারা এখন পর্যন্ত টুর্নামেন্টে হারেনি। তবে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স বলছেন ভারতের বিপক্ষে জেতা সম্ভব।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ ক্যারিবীয় কোচ জানালেন, সূর্যকুমারদের নিয়ে উদ্বিগ্ন নন তিনি। প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার উপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবার তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার উপর সবকিছু নির্ভর করে।
সিমন্স বলেন, হারানোর বিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস আছে আমাদের। যদি সুযোগ আসে, কাজে লাগাতে হবে। সুযোগ কাজে লাগাতে পারলেই ভারতের বিপক্ষে জেতা সম্ভব।
আরও পড়ুন<<>>বিশ্ব কারাতে প্রবাসী বাংলাদেশির স্বর্ণজয়
দুই দলের ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছে একটিই। তবু ভারতের বিপক্ষে ম্যাচ মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা আর উন্মাদনা। এ উন্মাদনাটা উপভোগ করেন সিমন্স, সব ম্যাচেই হাইপ থাকে। বিশেষ করে ভারত যেহেতু এক নম্বর টি-টোয়েন্টি দল, তাদের বিপক্ষে তো থাকবেই। এটা থাকা উচিতও। আমরা এটা উপভোগ করি। উপভোগ করো, সেরাটা দাও- ম্যাচের আগে এটাই আমাদের ভাবনা।
বাংলাদেশ সম্প্রতি টানা তিনটা টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। এশিয়া কাপে হারিয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে। এর কৃতিত্বের অনেকটাই অধিনায়ক লিটন দাসকে দিলেন সিমন্স, অবশ্যই ভালো হচ্ছে (টি-টোয়েন্টিতে পারফরম্যান্স)। অধিনায়ক এখানে অনেক বড় অবদান রাখছে। সে তার সতীর্থদের সুন্দরমতো দিক নির্দেশনা দিচ্ছে। কোচরাও স্বাধীনতা দিচ্ছেন। সব ধরনের ক্রিকেটেই এমনটা জরুরি।
সে লিটন অবশ্য অনুশীলনে চোট পাওয়ায় ভারতের বিপক্ষে অনিশ্চিত। সুপার ফোরের বাকি তিন দলের কারও টানা দুই দিন ম্যাচ খেলতে হচ্ছে না। কিন্তু বাংলাদেশ খেলবে টানা দুই ম্যাচ। এ নিয়ে অসন্তোষও জানালেন সিমন্স, টানা দুটি টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে খেলা খুবই কঠিন। এটা কোনও ভালো বিষয় নয়, তবে আমরা প্রস্তুত আছি। কিন্তু টানা দুই দিনে দুটি টি-টোয়েন্টি খেলা ন্যায্য নয়। মানুষ যেমনটা ভাবে, কাজটা তার চেয়ে অনেক কঠিন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।