Apan Desh | আপন দেশ

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের 

ছবি: সংগৃহীত

কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে দক্ষিণ অফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল টাইগাররা।

কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে মালদ্বীপের কুলহুধুফুশিতে। আজ ভারতের মুখোমুখি হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। দুই সেট শেষে ড্র হওয়ার পর টাইব্রেকারে তারা ৭-৩ ব্যবধানে জয় তুলে নেয়।

আরওপড়ুন<<>>কড়া শাস্তি পেতে পারে পাকিস্তান, জানা গেল কারণ

প্রথম ম্যাচে অসাধারণ নৈপুণ্য ছিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মো. খোকন মোল্লার। ফলস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও জিতেন তিনি। ভারতের বিপক্ষে ম্যাচেও দারুণ খেলেছেন এ খেলোয়াড়। এবারও ম্যাচসেরা তিনি। বিজিবি ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

প্রতিযোগিতা শুরু হয়েছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও ৬ দলের এ টুর্নামেন্টে আরও অংশগ্রহণ নিয়েছে স্বাগতিক মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপেক্ষ ৫৩-২৭ ব্যবধানের জয় তুলে নেয় বাংলাদেশ।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়