Apan Desh | আপন দেশ

ষষ্ঠ গ্র্যান্ড স্লাম জিতে নতুন উচ্চতায় আলকারাজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২৫

ষষ্ঠ গ্র্যান্ড স্লাম জিতে নতুন উচ্চতায় আলকারাজ

স্পেনের তরুণ টেনিস তারকা কার্লোস আলকারাজ

কেন তিনি এ প্রজন্মের সেরা তা আবারও প্রমাণ করলেন স্পেনের তরুণ টেনিস তারকা কার্লোস আলকারাজ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে হারালেন ইতালির জ্যানিক সিনারকে। এর মধ্য দিয়ে আলকারাজ জিতলেন নিজের দ্বিতীয় ইউএস ওপেন ও ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। একই সঙ্গে ফিরলেন বিশ্বের এক নম্বর আসনেও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজির হওয়ায় ইউএস ওপেনের ফাইনাল কোর্টে গড়ায় একটু দেরিতে। তার কারণে নিরাপত্তা বাড়ানোয় ম্যাচ শুরু হয় প্রায় আধঘণ্টা পর। গ্যালারিতে মিশ্র প্রতিক্রিয়া পেলেও উপস্থিত ছিলেন আরও অনেক তারকা, রকস্টার ব্রুস স্প্রিংস্টিন, অভিনেতা মাইকেল ডগলাস, ফ্যাশন আইকন টমি হিলফিগার ও বাস্কেটবল তারকা স্টিফেন কারি।

তবে এ বিড়ম্বনার পররও নিজেকে মেলে ধরতে সমস্যা হয়নি কার্লোস আলকারেজের। রোববার (০৭ সেপ্টেম্বর) চার সেটের ফাইনালে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে জয় পান আলকারাজ। গত জুলাইয়ে উইম্বলডন ফাইনালে সিনারের কাছে হারের প্রতিশোধও এ জয় দিয়ে সেরে নিলেন তিনি।

আরও পড়ুন<<>>ইউএস ওপেন জিতেই প্রেমিককে চুমু সাবালেঙ্কার

প্রথম সেটেই দাপট দেখান আলকারাজ। ৬-২ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সিনার, ৬-৩ ব্যবধানে জিতে সমতায় ফেরেন। কিন্তু তৃতীয় সেটে আলকারাজ ঝড় তুলে ৬-১ ব্যবধানে জিতে নেন। চতুর্থ সেটেও আক্রমণ ধরে রেখে ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করেন স্প্যানিশ তারকা।

এ সাফল্যের ফলে আলকারাজ ওপেন যুগে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে হার্ড কোর্ট, ঘাস ও ক্লে, তিন ধরনের কোর্টেই একাধিক গ্র্যান্ড স্ল্যাম জেতার কীর্তি গড়লেন।

এ জয়ের পর আলকারাজ আবারও বিশ্বের এক নম্বর খেলোয়াড় হচ্ছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সোমবার থেকে তিনি শীর্ষে ফিরবেন এ তারকা। আর এ জয় থামিয়ে দিল সিনারের টানা ২৭ ম্যাচের হার্ড কোর্ট গ্র্যান্ড স্ল্যাম জয়ের ধারা।

আলকারাজ ও সিনারের দ্বৈরথ এখন টেনিস দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়। শেষ আট গ্র্যান্ড স্ল্যামে চারটি করে ভাগাভাগি করেছেন তারা। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন আলকারাজ, মোট ১৫ ম্যাচে ১০ জয় তার ঝুলিতে। ম্যাচ শেষে মজা করে তিনি বললেন, এখন তো তোমাকে আমার পরিবারের চেয়েও বেশি দেখছি।

সিনারকে মনে হয়েছে ক্লান্ত। তবে সিনারকে ঠিকই প্রশংসায় ভাসিয়েছেন আলকারাজ, পুরো মৌসুম জুড়ে তুমি যা করেছে সেটা অবিশ্বাস্য। আমার পরিবারের চেয়েও তোমাকে বেশি দেখেছি (প্রতিদ্বন্দ্বী হিসেবে)! আমার পুরো দল আর পরিবার আজ এখানে। এটা আমার জন্য সুপার স্পেশাল। এখানে গত তিন সপ্তাহ মনে হয়েছে যেন বাড়িতেই আছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়