
ফাইল ছবি
শ্রীলঙ্কা সফরে শুরুটা হয়েছিল সিরিজের প্রথম টেস্টে ড্র দিয়ে। তবে মাঝে অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। টেস্টের পর ওয়ানডে সিরিজও হেরেছে সফরকারী দল। টি-টোয়েন্টির সিরিজের শুরুটা হয়েচিল হার দিয়েই। তবে দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগারর। এবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে সিরিজ ঘরে তুলতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। সে সঙ্গে জয় দিয়ে শেষটা রাঙাতে চায় লিটন দাসের দল।
সে লক্ষ্যে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। চলতি বছর আটটি ২০ ওভারের ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে সর্বশেষ ম্যাচটি ছিল বাংলাদেশের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি জয়। তবে এ ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস হতে পারে ভবিষ্যতের পথ দেখানো আলোর দিশা, এমনটাই মনে করছেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গেল ম্যাচে লিটন দাসের ফর্মে ফেরা দলের জন্য বড় স্বস্তির খবর হয়ে এসেছে। আজকের ম্যাচেও বাংলাদেশ চাইবে এমন ফর্ম।
সফরের শেষ ম্যাচটি হবে রানাসিংহ প্রেমদাসা স্টেডিয়ামে, যেখানে রাতের টি-টোয়েন্টি ম্যাচগুলোতে টস জিতে আগে ফিল্ডিং করা দলকে কিছুটা বাড়তি সুবিধা দেয়। গত ১০টি ম্যাচে ৯ বার জিতেছে রান তাড়া করা দল। আর প্রথম ইনিংসে ব্যাট করা দলের গড় সংগ্রহ মাত্র ১২৫ রান। এর মধ্যে আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাতে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
যেখানে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি অনেকটা আত্মমর্যাদা ফেরানোর। দ্বিতীয় ম্যাচে তারা অলআউট হয়েছিল মাত্র ৯৪ রানে-দেশের মাটিতে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ। ওয়ানডে সিরিজেও দ্বিতীয় ম্যাচ হারার পর তারা ঘুরে দাঁড়িয়েছিল। বুধবার একই দৃশ্যপট রচনা করতে চাইবে দলটি। এজন্য ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশানকার ওপরই হয়তো লঙ্কানদের মূল ভরসা থাকবে, যারা প্রথম ম্যাচে জয় এনে দেয়ার ভিত গড়েছিলেন।
লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কার জন্যও রয়েছে ভারসাম্যপূর্ণ একাদশ নামানোর বড় চ্যালেঞ্জ। দলে বোলিং অপশনের আধিক্য না রেখে ব্যাটিং শক্তিতে জোর দিতে চাইবেন প্রেমাদাসার উইকেটে। স্পিন বিভাগে ওয়ানিন্দু হাসারাঙ্গার অনুপস্থিতি বেশ চোখে পড়ছে। তার জায়গায় সুযোগ পাওয়া জেফ্রি ভ্যান্ডারসে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি।
বাংলাদেশের স্পিন আক্রমণ ইতিমধ্যে নিজেদের প্রভাব ফেলেছে। রিশাদ হোসেন শেষ ম্যাচে তিনটি উইকেট তুলে নেন, যা ছিল টি-টোয়েন্টিতে সাত মাস পর তার সেরা পারফরম্যান্স। সব মিলিয়ে সফরের শেষ ম্যাচটি হয়ে উঠেছে এক উত্তেজনাকর পরিসমাপ্তির অপেক্ষায় থাকা দ্বৈরথ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।