
ছবি: সংগৃহীত
পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলের। শেষ পর্যন্ত রোনালদো জুনিয়র বেছে নিয়েছেন বাবার দেশ পর্তুগালকেই। স্থানীয় মঙ্গলবার (১৩) জাপান অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে অভিষেকও হল তার। কিংবদন্তি বাবার ৭ নম্বর জার্সি পড়েই মাঠে নেমেছিলেন তিনি। শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে মাঠে নেমে মুগ্ধতা ছড়ান ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র।
গত সপ্তাহে জাতীয় দলে প্রথমবার ডাক পান রোনালদো জুনিয়র। ক্রোয়েশিয়ায় অনূর্ধ্ব-১৫ দলের ভ্লাতকো মারকোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্টে জাপানের বিপক্ষে ম্যাচের ৫৪তম মিনিটে বদলি হয়ে মাঠে নামেন তিনি। তার অভিষেকের ম্যাচে পর্তুগাল জিতেছে ৪-১ গোলে। অবশ্য তিনি কোনও গোল করেননি বা বানিয়ে দিতে পারেননি।
তবুও খেলা শেষে ক্রিস্টিয়ানো জুনিয়রের বাবা তাকে নিয়ে আবেগঘন পোস্ট দেন। ছেলেকে নিজের পদাঙ্ক অনুসরণ করতে দেখে আপ্লুত ৪০ বছর বয়সী। মাঠে ছেলের খেলার একটি ছবি পোস্ট করে রোনালদোর পোস্ট, পর্তুগালে তোমার অভিষেকের জন্য অভিনন্দন, বাবা। তোমাকে নিয়ে খুবই গর্বিত।
বাবার মতোই সাত নম্বর জার্সি পরেছেন রোনালদো জুনিয়র, যেটা পরে ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলেছেন সিআরসেভেন।
গত ফেব্রুয়ারিতে ৪০তম জন্মদিন পালন করা রোনালদো বর্তমানে সৌদি আরবে আল নাসরে খেলছেন। এ মৌসুমে ৩৯ ম্যাচে ৩৩ গোল করে প্রমাণ করেছেন, এখনও ফুরিয়ে যাননি তিনি।
এর আগে রোনালদো বুট তুলে রাখার আগে ছেলের সঙ্গে একই দলে খেলার স্বপ্ন দেখার কথা বলেছিলেন। মঙ্গলবার রোনালদো জুনিয়রের অভিষেক সে স্বপ্ন পূরণের আভাস দিচ্ছে।
রোনালদো ২০০৩ সালে ১৮ বছর বয়সে প্রথমবার সিনিয়র পর্তুগাল দলের জার্সি পরেন। আগামী বছর ষষ্ঠ বিশ্বকাপে খেলার পথে তিনি। আগামী মাসে ১৫তম জন্মদিন পালন করতে যাওয়া রোনালদো জুনিয়র বাবার স্বপ্ন পূরণ করতে পারবেন কি না, সেটা সময় বলে দেবে। তবে তার অভিষেকের দিনটি ছিল রোনালদোর পরিবারের জন্য বড় উপলক্ষ।
সিআরসেভেনের মা মারিয়া দোলোরেস ক্রোয়েশিয়ায় সাইডলাইনে থেকে নাতির খেলা দেখেছেন। ম্যাচ শেষে তাকে জড়িয়েও ধরেন তিনি। এ বয়সভিত্তিক টুর্নামেন্টে পর্তুগাল পরের দুই ম্যাচ খেলবে গ্রিস ও ইংল্যান্ডের সঙ্গে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।