Apan Desh | আপন দেশ

কর্ণফুলীতে ভেসে উঠলো কিশোর ক্রিকেটারের মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৬, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:২৫, ৩০ এপ্রিল ২০২৫

কর্ণফুলীতে ভেসে উঠলো কিশোর ক্রিকেটারের মরদেহ

রাহাত খান

চট্টগ্রামের চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাহাত খান। চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলত এ কিশোর। মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। অবশেষে কর্ণফুলী নদীতে মিললো ১২ বছর বয়সী এ কিশোরের মরদেহ। ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে।

বুধবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, নদী থেকে ভাসমান অবস্থায় রাহাতের মরদেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে রাহাতের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার এসআই আব্দুল কুদ্দুস। তিনি বলেন, মঙ্গলবার থেকে রাহাতের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। আজকে লাশ উদ্ধার করা হয়েছে।

রাহাত কাদের সঙ্গে স্কুল থেকে বের হয়েছিল এবং কোথায় গিয়েছিল সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এ সদস্য।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়