ছবি রয়টার্স
যুক্তরাজ্যে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। প্রতিষ্ঠানটি ৬.৮ বিলিয়ন (৬৮০ কোটি) ডলার বিনোযোগ করবে দেশটিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন রাষ্ট্রীয় সফরের ঠিক আগে যুক্তরাজ্যে বিশাল এ বিনিয়োগকে দেশটির অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনের নিকটবর্তী এলাকায় গড়ে তোলা হবে একটি অত্যাধুনিক ডাটা সেন্টার। গুগল ক্লাউড, সার্চ, ম্যাপস এবং ওয়ার্কস্পেসের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ সেন্টার গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রতিষ্ঠানটির ধারণা, এ প্রকল্প থেকে প্রতিবছর প্রায় আট হাজার ২৫০টি নতুন কর্মসংস্থান তৈরি হবে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা অর্থনীতিকে সচল করতে লেবার সরকারের প্রচেষ্টার মধ্যে এ বিনিয়োগ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বড় স্বস্তি নিয়ে আসতে পারে।
আরওপড়ুন<<>>ইউটিউবে আয় হবে দ্বিগুণ, জেনে নিন উপায়
এছাড়া মার্কিন প্রেসিডেন্টের সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে ১০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক চুক্তি হতে পারে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তারা। এতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গুগল জানিয়েছে, তারা জ্বালানি কোম্পানি শেলের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে। এর ফলে যুক্তরাজ্যের বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল হবে এবং দেশটির জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় নতুন মাত্রা যুক্ত হবে। ওয়ালথাম ক্রসে নির্মিতব্য ডাটা সেন্টারটি আধুনিক এয়ার কুলিং প্রযুক্তি ব্যবহার করবে, যা পানির ব্যবহার কমাবে। সেন্টার থেকে উৎপন্ন অতিরিক্ত তাপ সরবরাহ করা হবে আশপাশের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। ফলে পরিবেশের ক্ষতিও ন্যূনতম হবে।
প্রতিষ্ঠানটির দাবি, পরিচ্ছন্ন জ্বালানি উদ্যোগ ও শেলের সঙ্গে অংশীদারিত্বের ফলে ২০২৬ সালের মধ্যে যুক্তরাজ্যে গুগলের কার্যক্রমের ৯৫ শতাংশ কার্বনমুক্ত শক্তির ওপর নির্ভরশীল হবে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘোষণা শুধু কূটনৈতিক বা রাজনৈতিক বার্তা বহন করছে না, বরং অর্থনৈতিক ক্ষেত্রেও নতুন দিগন্তের সূচনা করছে। সূত্র : রয়টার্স
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































