এআই ওভারভিউ বন্ধ হলো যে কারণে
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ ফিচার ‘এআই ওভারভিউ’ আবার বিতর্কে। চিকিৎসা–সংক্রান্ত ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে বিষয়টি সামনে আসে। তারা জানায়, কিছু স্বাস্থ্য–সংক্রান্ত প্রশ্নে গুগলের এআই ভুল তথ্য দিচ্ছিল। যেমন, লিভার রক্ত পরীক্ষার স্বাভাবিক মাত্রা জানতে চাইলে এআই ওভারভিউ নির্দিষ্ট কিছু সংখ্যা দেখাচ্ছিল। কিন্তু সেখানে বয়স, লিঙ্গ বা জাতিগত পার্থক্য বিবেচনা করা হয়নি। এতে অনেকেই ভুলভাবে নিজেকে সুস্থ মনে করতে পারেন।
০১:০৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার