
প্রতীকী ছবি
এখন থেকে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে নুসুক অ্যাপ। সম্প্রতি নতুন এক ফিচার চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ ফিচারের মাধ্যমে ইন্টারনেট ডেটা খরচ না করেই নুসুক অ্যাপ ব্যবহার করা যাবে। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
মন্ত্রণালয়ের এ উদ্যোগ বাস্তবায়ন হয়েছে টেলিকম অপারেটর এসটিসি, মোবাইলি ও জেইন–এর সহযোগিতায়। হজ ও ওমরাহ পালনকারীদের যাত্রা সহজ করতে ও তাদের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুওয়াইমি বলেন, স্থানীয় সিম কার্ডধারীরা কোনো অ্যাক্টিভ ডেটা প্ল্যান বা ইন্টারনেট সংযোগ ছাড়াই নুসুক অ্যাপ ও এর সকল সেবা ব্যবহার করতে পারবেন।
এ সেবার আওতায় রয়েছে, পারমিট ইস্যু করা, হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং, মানচিত্রের মাধ্যমে নেভিগেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ফিচার ব্যবহার, প্রতিবেদন ও প্রশ্ন জমা দেয়া।
নুসুক প্ল্যাটফর্মের সিইও আহমেদ আল-মাইমান বলেন, এ নতুন ফিচার ভিড় ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সহায়তা করবে। পথ হারানো ব্যক্তির সংখ্যা কমাবে ও প্রবেশের সময় পারমিট যাচাইয়ের কাজ দ্রুততর করবে। সূত্র : আরব নিউজ
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।