ফাইল ছবি
বিএনপির নির্বাচনি অফিসিয়াল থিম-সং-এ পুলিশের ব্যবহার নিয়ে সমালোচনা চলছে। এ নিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, ‘আসলে যে পুলিশকে ব্যবহার করা হয়েছে, সেখানে আমরা দেখেছি পুলিশ কিন্তু স্যালুট দিচ্ছেন জাতীয় পতাকাকে, ভোট দিচ্ছেন না। এটা একটা ব্যাপার। আর আমাদের ডেমোগ্রাফিক যে আমরা বাংলাদেশের সব মানুষ, সাধারণ মানুষ থেকে আড়ম্ব করে সব মানুষের একটা রিপ্রেজেন্টেশন ছিল।
আরও পড়ুন<<>> ‘জান্নাতের টিকিট’ দাড়িপাল্লায় বনাম তারেক রহমানের ‘নাউযুবিল্লাহ’
তিনি বলেন, আমাদের সঙ্গে যেহেতু বাংলাদেশ এবং আমাদের স্লোগান কিন্তু সবার আগে বাংলাদেশ। তো ওই সবার আগে বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানেই হচ্ছে আমরা সবাই। আমরা সবাই সেটা পুলিশের পোশাক পড়ি, ডাক্তারের পোশাক পড়ি কিংবা সাধারণ একটা সুন্দর পাঞ্জাবি পড়ি। যাই করি না কেন। সুতরাং ওই দিক থেকে আমরা যদি বিবেচনা করি আসলে সব মানুষই কিন্তু আমরা বাংলাদেশি। এটা হচ্ছে আমাদের পরিচয়। বাংলাদেশি পরিচয়টাকে আমরা আসলে প্রথম দিতে চেয়েছি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































