ছবি: আপন দেশ
৩০০ আসনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ওই নির্বাচনকে সামনে রেখে বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু হচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য তুলে ধরেন।
আরও পড়ুন <<>> শুরু হলো প্রবাসীদের ভোট প্রদান
তিনি জানান, নির্বাচন কমিশনের সচিবের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসন হয়েছে।
এ জটিলতা কাটিয়ে ওঠায় নির্ধারিত সময়েই ৩০০টি আসনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































