Apan Desh | আপন দেশ

গণভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের পথ উন্মুক্ত হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩২, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩৭, ১৯ জানুয়ারি ২০২৬

গণভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের পথ উন্মুক্ত হবে: আসিফ নজরুল

ছবি : সংগৃহীত

গণভোট কোনো দলের পক্ষে–বিপক্ষে নয়, এটি নতুন বাংলাদেশের পক্ষে–বিপক্ষে। এমন একটি বাংলাদেশ চাই—যেখানে অনিয়ম, অবিচার, শোষণ এবং বৈষম্য থাকবে না। গণভোটের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্নের পথ উন্মুক্ত হবে, যেখানে নিপীড়ন, অত্যাচার, নির্যাতন কিংবা কোনো ধরনের বৈষম্যের জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পরিবর্তনের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট কার্যক্রমের উদ্বোধন এবং ভোটার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন<<>>নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন

আইন উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনের বড় বৈশিষ্ট্য হলো—নির্বাচন ও গণভোট একইসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে—প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। পরিবর্তনের জন্যই এ গণভোটের আয়োজন করা হয়েছে।

হাদীর বিচার প্রসঙ্গে তিনি আরও বলেন, শহীদ হাদী হত্যার বিচার হবেই। বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে, তা জাগ্রত রাখতে হবে। যদি পুলিশের তদন্ত বা চার্জশিট পছন্দ না হয়, তবে নারাজি পিটিশন দেয়া যায়। ত্রুটিপূর্ণ চার্জশিটের ভিত্তিতে বিচার হলে বিচারও ত্রুটিপূর্ণ হয়। আদালত তার কাজ করেছে, মন্ত্রণালয়ও দ্রুত বিচারকার্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সঠিক বিচার থেকে বিন্দুমাত্র সরে আসা হবে না।

আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে মানুষ ভোট দিতে পারেনি। এবার জনগণ পছন্দের দল ও ব্যক্তিকে ভোট দেবেন। ভোটে কেউ বাধা সৃষ্টি করবে না।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হ্যাঁ ভোট দেয়ার আহবান প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ আইসিসিকে ফের চিঠি দিচ্ছে বিসিবি বিতর্কিত ফাইনালে মরক্কোর স্বপ্ন ভাঙল সেনেগাল ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৫ হাজার উচ্চগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত