ছবি : আপন দেশ
সম্প্রতি রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত নাঈম পাবনা জেলা জজকোর্টের আইনজীবী ছিলেন।
ইতোমধ্যে সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ভিডিওতে সেই রাতের ঘটনার নৃশংসতা ফুটে উঠেছে।
প্রকাশিত ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ৫৮ মিনিটে একটি প্রাইভেট কারের গতিরোধ করে সামনে দাঁড়ায় একটি মোটরসাইকেল। এ সময় প্রাইভেট কারের বাম পাশে আরও দুইটি মোটরসাইকেল এসে দাঁড়ায়।
প্রাইভেট কার থেকে সেই আইনজীবী নাইম বের হওয়া মাত্রই উপর্যুপরি ঘুষি দিতে শুরু করেন সামনের মোটরসাইকেলের আরোহী। পরে আরও তিন-চার জন সেখানে যোগ দেন এবং তারা ক্রমাগত ঘুসি দিতে থাকেন তার মুখে।
এরপর সেই যুবকরা নাইমের প্রাইভেট কারে তল্লাশি চালায় এবং এরপরে আবার তাকে মারতে থাকেন।
আরও পড়ুন : দেশ-গণতন্ত্রের স্বার্থই ছিল খালেদা জিয়ার কাছে সর্বাগ্রে : মঈন খান
নিহতের খালাতো ভাই মো. রাকিবুল ইসলাম শামীম অভিযোগ করে জানান, হামলাকারীরা মব তৈরি করে নাঈমকে পিটিয়ে একপর্যায়ে আই ব্লকের সড়কে নাইমকে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বারিধারা এবং পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হামলাকারীদের পরিচয় তারা এখনো জানে না।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































